প্রিয় ভোটারগণ,
আসন্ন ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভোট দেবেন কি না, তা নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত। গত কয়েকটি নির্বাচনে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের কারণে অনেকেই ভোট বর্জনের পক্ষে মত দিয়েছেন। কিন্তু আপনাদের বলতে চাই, ভোট বর্জনে কোন অর্জন নেই।
ভোট বর্জনের মাধ্যমে আপনি শুধুমাত্র নিজেদের অধিকার থেকে বঞ্চিত হন। যা দেশের শাসনব্যবস্থাকে ভুল হাতে তুলে দিবে এবং আপনি কোন পরিবর্তন পারছেন না। কারণ, ভোট বর্জনের মাধ্যমে আপনি যে প্রার্থীকে হারিয়ে দিতে চান, সেই প্রার্থী আপনার ভোট ছাড়াই নির্বাচিত হয়ে যাবেন।
তাই, যদি আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হতে না চান এবং দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভোট দিতে হবে। ভোট দিতে না পারলে আপনি শুধুমাত্র নিজের অধিকার থেকে বঞ্চিত হবেন।
আপনি যদি আপনার পছন্দের প্রার্থী না পান, তাহলে আপনি অপছন্দের প্রার্থীর বিপরীতে ভোট দিতে পারেন। এটি একটি প্রতিবাদের মাধ্যম। এতে করে আপনি অপছন্দের প্রার্থীকে হারিয়ে প্রতিবাদ এবং অসন্তুষ্ট প্রকাশ করতে পারেন ।
ভোট বর্জনের মাধ্যমে আপনি হয়তো একটি বড় সংকটের সমাধান করতে চান। কিন্তু ভোট বর্জনের মাধ্যমে আপনি কোন সমাধান আনতে পারবেন না যা ইতিপূর্বেও দেখা গিয়েছে । তাই ঘরে বসে না থেকে নির্বাচন কেন্দ্রে এসে ভোট দিয়ে প্রতিবাদ করুন।
তাই আপনাদের আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে ভোট দেই। ভোট দিয়ে আমরা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করি।