বীরগঞ্জ পৌর শহরের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কাহারোল থানা পুলিশ।

0
4911

হ্যালো 24 নিউজ।। দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাচারীপাড়ার মৃত নাখরাজ দাসের ছেলে কৃষনা চন্দ্র দাস গত ২৮ এপ্রিল ‘২০২১ ইং বুধবার বিকেলে বাড়ী থেকে বেড়িয়ে যায়। কিন্তু সে রাতে বাড়ীতে ফিরে যায় নাই।

পরদিন ২৯ এপ্রিল’২১ সকালে কাহারোল উপজেলার রামপুর বটতলী বাজার সংলগ্ন মহা সড়কের পাশে স্থানীয় লোকজন তাকে মৃত্যু অবস্থার মাটিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে।মদ্যপানে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা যায় সে প্রতিনিয়ত আদিবাসী পল্লীতে গিয়ে চোলাই মদ পান করত। মৃত ব্যক্তিটি বীরগঞ্জের বহুল পরিচিত যার নাম কৃষ্ণা কিন্তু রহস্য জনক মৃত্যুর কারন এখনো অজানা।

মহাসড়কের পাশে নিয়মিত মদ্যপায়ী কৃষ্ণার মৃতদেহ নিশ্চিত হয়ে তার ওয়ারিশবর্গ এবং স্থানীয়রা থানা পুলিশ কে সংবাদ দেন।কাহারোল থানার কর্মরত পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরাতাহাল রিপোর্ট তৈরী করে কাহারো কোন অভিযোগ না থাকায় লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here