হ্যালো 24 নিউজ ॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গত ২৪ এপ্রিল/২১ দশ চাকার ড্রাম ট্রাক দিয়ে অবৈধ ভাবে বালু সরবরাহের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা সদর থেকে ৪০ কিলোমিটার উত্তরে শতগ্রাম ইউনিয়নের বলদিয়া পাড়ার বালু মহল মেসার্স নয়ন কন্সট্রাকশন-এর প্রোঃ মোঃ নুর-এ-আলম সিদ্দিকী পহেলা বৈশাখ থেকে ৩০শে চৈত্র ১৪২৮ সাল পর্যন্ত ইজারা নিয়ে অবৈধ ভাবে দশ চাকার ড্রাম ট্রাক দিয়ে জেলার বিভিন্ন স্থানে বালু সরবরাহ করার কারনে ওই দিন এলাকাবাসী ৩টি দশ চাকার ড্রাম ট্রাক আটক করে।
সংবাদ পেয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ ডালিম সরকার ঘটনাস্থলে অভিযান চালিয়ে দশ চাকার ৩টি ড্রাম ট্রাক আটক করেন এবং তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ট্রাক ৩টি ছেড়ে দেন।
এলাকাবাসী অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে দশ চাকার ড্রাম ট্রাক চলার কারনে নিরাপত্তা হীনতায় ভুগছিলেন সেখানকার মানুষ। উপজেলা ও জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপে দশ চাকার ড্রাম ট্রাক দিয়ে বালু সরবরাহ বন্ধের জোর দাবি জানান এলাকাবাসী।