বীরগঞ্জ উপজেলায় কোরআন অবমাননার দায়ে যুবক গ্রেফতার।

0
4967

হ্যালো 24 নিউজ।। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিজপাড়া ইউনিয়নে কল্যানী সৈয়দপুর গ্রাম থেকে পবিত্র কোরআন শরীফ চাকু দিয়ে খুচিয়ে খণ্ডবিখণ্ড করার কারনে  এক জনকে গ্রেফতার করা হয়েছে।


২১ এপ্রিল বুধবার সকালে সৈয়দপুর গ্রামের জনৈক মজিবর রহমান ও বানেছা বেগমের পুত্র  বাহারাম বাদশা ওরফে বাহার (২৫) মসজিদ থেকে কোরআন শরীফ নিজ বাড়িতে নিয়ে এসে ধারালো চাকু দিয়ে কুপিয়ে খণ্ডবিখণ্ড করায় স্থানীয় এলাকাবাসীদের মাধ্যমে সংবাদ পেয়ে ওসি আব্দুল মতিন প্রধানের নির্দেশে বীরগঞ্জ থানার জরুরি ডিউটি চলাকালীন অবস্থায় এসআই আবু হাসনাত জামানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দায়ী যুবককে আটক করে।

কোরআন অবমাননার দায়ে বীরগঞ্জ থানার মামলা নং-১৩, তাং- ২১/০৪/২০২১ ইং দায়ের করে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যপারে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মমিনুল করিম, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) আব্দুল ওয়ারেস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মোস্তাফিজার রহমানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here