কোচিং সেন্টার চালু রাখায় দিনাজপুরে এক লক্ষ টাকা জরিমানা।

0
4977

হ্যালো 24 নিউজ।। দিনাজপুরে সরকারী নির্দেশনা অমান্য করে “কোচিং সেন্টার চালু রাখার কারনে এক লক্ষ টাকার জরিমানা করা হয়েছে কোচিং সেন্টারের পরিচালক মহিন্দ্রনাথ রায়কে।

সকালে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এ জরিমানা করা হয়েছে। এসময় সংশ্লিষ্ট ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফিরুল হাসান আব্বাসী বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারী নির্দেশনা না মেনে কোচিং সেন্টার পরিচালনা করায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এই জরিমানা করা হয়েছে। তবে শহরের যে কোচিং সেন্টারগুলো গোপনে এখনো পরিচালনা করে আসছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এসময় করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান।
জানা গেছে, কোচিং সেন্টারের পরিচালক মহিন্দ্রনাথ রায় একই সাথে পাঁচবাড়ী ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের দায়িত্বরত শিক্ষক করোনা পরিস্থিতিতেও দীর্ঘদিন স্বাস্থ্য বিধি অমান্য করে কোচিং পরিচালনা করে আসছিল।

এ বিষয়ে কোচিং পরিচালক মহিন্দ্রনাথ রায় জরিমানার পরপরই নিজের ভুল স্বীকার করে সকল কার্যক্রম বন্ধ করেন ও আগামীতে এধরনের ভুল হবে না মর্মে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here