দিনাজপুর জেলায় নতুন করে করোনা শনাক্তের সংখ্যা ২৬ জন।

0
5096

হ্যালো 24 নিউজ।। বিকাল ৪টায় সিভিল সার্জন মোঃ আব্দুল কুদ্দুছ জানান যে ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় মোট ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর সদরে ২২ জন, কাহারোলে ০১ জন, খানসামাতে ০১ জন ও নাবাগঞ্জ উপজেলায় ০২ জন করোনা (কোভিড-১৯) পজিটিভ হয়েছে।

দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯৭৯ জন এর মধ্যে (দিনাজপুর সদর-২৬৫৫ জন, বিরল-২৯৮ জন, বিরামপুর-৩২৭ জন, বীরগঞ্জ-১৫৪ জন, বোঁচাগঞ্জ-১৪৫ জন, চিরিরবন্দর-২১২ জন, ফুলবাড়ী-১৭৭ জন, ঘোড়াঘাট-৮৯ জন, হাকিমপুর-৮৬ জন, কাহারোল-১৬৭ জন, খানাসামা- ১১৪ জন, নবাবগঞ্জ-১৩৯ জন ও পার্বতীপুর-৪১৬ জন) মোট ১৩টি উপজেলায়। আরও গত ২৪ ঘন্টায় করোনা (কোভিড-১৯) আক্রান্ত ০৯ জন রোগী সুস্থ হয়েছে। অদ্যাবধি দিনাজপুর জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৪৬৮০ জন।

গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসি আর টি ল্যাবের নমুনা পরীক্ষায় ১০৮টি রিপোর্টের মধ্যে ২৬টি রিপোর্ট করোনা (কোভিড-১৯) পজিটিভ আর বাকী ৮২টি রিপোর্ট নেগেটিভ হয়েছে এবং অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ৩৭৪৯১টি আর অদ্যাবধি মোট নমুনার ফলাফল হয়েছে ৩৪৮৬১টি।

অদ্যাবধি দিনাজপুরে (কোভিড-১৯) আক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা ১০৪ জন। বর্তমানে ১৭৫ জন হোম আইসোলেশনে এবং হাসপাতালে ভর্তি ২০ জন রয়েছে। গত ২৪ ঘন্টায় দিনাজপুর থেকে প্রেরিত নমুনা সংগ্রহ হয়েছে ১২১ জনের।

২৪ ঘন্টায় কোয়ারেনটাইম এর সংখ্যা ১০১ জন। আর মোট কোয়ারেন্টাইন গ্রহন করেছে ৩০৭২২ জন। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র ৫৫ জন, মোট কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র ৩০৩৮৭ জন। বর্তমানে দিনাজপুর জেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৯৫ জন এবং শনাক্তের হার শতকরা-২৪.০৭।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here