বীরগঞ্জ উপজেলায় অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজে যোগদান করেছে।

0
5285

হ্যালো 24 নিউজ।। বীরগঞ্জ উপজেলায় ৩০ মার্চ/২১ সকাল ১১-০০ টায় লাটেরহাটে জাতীয় পার্টি মোহনপুর ইউনিয়ন শাখা আয়োজিত এক অনাড়ম্বর যোগদান অনুষ্ঠানে অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজে যোগদান করেছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মোঃ শাহিনুর ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজে যোগদান করেন। অনুষ্ঠানের সভাপতি ও বীরগঞ্জ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ক্বারি মাওঃ মোঃ নজরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সহ-সভাপতি কাজী মাওঃ মুঞ্জুর আলী, কাহারোল উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব মোঃ মনির হোসেন খাঁন। সঞ্চালনায় বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহনপুর ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মকবুল হোসেন, জাপা নেতা আবুল কালাম আজাদ বাবুল।

পল্লীবন্ধুর আদর্শে জাতীয় পার্টিতে যোগদান করেন জগদল নিবাসী মেসার্স রাসেল ব্যাটারী হাউস এন্ড আইপিএস পয়েন্ট এর প্রোপাইটর মোঃ রাসেল ইসলাম এবং জাতীয় ছাত্র সমাজ এ যোগদানকারীরা হলেন যথাক্রমে জামান রহমান, আব্দুল করিম, নাইম ইসলাম, রুবেল, লিপন, হাকিম, রাজু টুডু, শাহাদত, দেলোয়ার, সেলিম, মমিদুল, স্বপন, রনি, শায়মন, সুজন (মাটিয়াকুড়া), শ্রীমন মার্ডি, সুজন (মিরাটুংগী), নওশাদ, আকছেদুল, সালমান, আলামিন, সুজন, রিদয়, মাসুদ, আরিফুল, মমিনুল, শামীম রেজা, সাগর রানা, ফাহিম, তৌকির, নাঈম ইসলাম, সাগর ইসঃ, শাহিনুর ( চকমহাদেব), আলমগীর (জ্যোতরঘু), রায়হান, শাহিনুর (মিরাটুংগী), জুয়েল, রাসেল, আলমগীর ( মাটিয়াকুড়া) সহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here