বীরগঞ্জে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি। 

0
5058

হ্যালো 24 নিউজ।। বীরগঞ্জে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি সংঘটিত হয়েছে। 

২১ মার্চ রোববার  ভোরে বীরগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ওই বিদ্যালয়ে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এলাকাবাসী সূত্রে জানা যায় সকালে বিদ্যালয়ের শিক্ষক কমন রুমে আগুনের ধোঁয়া  দেখতে পেয়ে  ফায়ার সার্ভিসকে খবর দিলে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
প্রধান শিক্ষক শরিফুল ইসলাম জানান, শিক্ষক কমনরুমের আসবাবপত্র,প্রজেক্টর ও গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা উপকরণ পুড়ে গেছে। এছাড়া প্রধান শিক্ষকের  কক্ষ ও কমনরুমের  তালা ভেঙ্গে  পানির মোটর এবং ১টি মনিটর  চুরি হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here