হ্যালো 24 নিউজ।। কাহারােলে অভিনব কায়দায় মাদক বিক্রয়ের সময় ৬০ বােতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে । গতকাল বুধবার ১০ মার্চ বিকাল সাড়ে ৪ টার সময় কাহারােল থানা অফিসার ইনচার্জ মােঃ ফেরদৌস আলীর নেতৃত্বে , এসআই আরিফ হােসেনের সহযােগিতায় ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরােধী অভিযান চালানাের সময় গােপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের দক্ষিন মহেশপুর গ্রামের চৌরাস্তা নামক স্থানে সার ও কীটনাশক বিক্রেতা সােহেল রানার দোকানে এন্ট্রাকল বিষের কাটুনে করে ফেন্সিডিল বিক্রয় করার সময় ৬০ বােতল ফেন্সিডিল সহ পুলিশ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রসুলপুর গ্রামের মহিদুল ইসলামের পুত্র মােঃ সােহেল রানা, মােঃ নাকিম উদ্দীনের পুত্র মােঃ জাহিদুল ইসলাম ও ডহন্ডা গ্রামের মােঃ শহিদুর রহমানের পুত্র মােঃ মাসুদ রানা । তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কাহারােল থানায় মামলা দায়ের করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন , কাহারােল থানার অফিসার ইনচার্জ মােঃ ফেরদৌস আলী । মামলা নং ৭, তারিখ- ১০-০৩ ২০২১ ।
