বীরগঞ্জে অজ্ঞাত পরিচয় পাগলিনী মহিলার মৃত্যু।

0
4996

মোঃ আবেদ আলী ॥ দিনাজপুরের বীরগঞ্জে অজ্ঞাত পরিচয় পাগলিনী মহিলার মৃত্যু হয়েছে।

কাহারোল উপজেলার বলেয়া দারুল উলুম নূরানী মাদ্রাসার সামনে থেকে গত ২৫ ফেরু্য়ারী রাত অনুমানিক ১০টায় অজ্ঞাত পরিচয় পাগলিনী মহিলা এক রোগীকে, পথচারীরা চিকিৎসার জন্য নিকটবর্তী বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রির্পোট তেরী করে মহিলার লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রের্কড করা হয়েছে। যাহারনং-০৭(০২)২১।

অজ্ঞাত মহিলার পরিচয় জানতে ০১৭১৬৭৭৫৫৪৬ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here