অবসরে গেলেন অধ্যক্ষ খয়রুল ইসলাম চৌধুরী।

0
5208

বীরগঞ্জ (দিনাজপুর) থেকে শাহিনুর ইসলাম।। বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরী ১৪/০৬/২০২০ইং তারিখে অবসর গ্রহন করেন। সুদীর্ঘ ২৯ বছরের কর্মজীবনের আজ হতে যবনিকা ঘটল। বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক, প্রভাষক মন্ডলীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে বেদনা বিধুর পরিবেশে ছোট ছোট অনুভূতির পংক্তি মালায় অধ্যক্ষ মহোদয়কে বিদায় জানান। বিদায়ী অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরী তাঁর স্বাগত ভাষণে সহকর্মীদের সার্বিক সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে বারবার স্বরণ করেন।

তিনি ১৯৯০ সালে বীরগঞ্জ সরকারি কলেজে বেসরকারি থাকা অবস্থায় প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৪ইং সালে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি দক্ষতা ও সৃজনশীলতা সাথে প্রতিষ্ঠানটিতে কাজ করে গেছেন। কলেজটির উন্নয়ন, পড়া-লেখার মান, শিক্ষার ভালো পরিবেশে সহ বিভিন্ন ধরনের কার্যক্রমে মনোনিবেশ করেন। যার ফলশ্রুতিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ হাজারে উন্নিত হয়। কলেজ পরিচালনা পর্ষদ এবং অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরী’র অক্লান্ত পরিশ্রমে ২০১০ সালে বীরগঞ্জ সরকারি কলেজটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা, সমাজবিজ্ঞান, রাষ্টবিজ্ঞান, ব্যবস্থাপনা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিসহ মোট ৫টি বিষয়ে অনার্স কোর্স চালু করেন। যেটি কলেজের মানকে আরো একধাপ এগিয়ে নিয়ে যায়।

অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরী দায়িত্ব পালনের সময় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ হতে জাতীয় ভাবে শেরে বাংলা এ,কে,ফজলুল হক , হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী স্মৃতি পদক ও স্বাধীনতা পদক-২০১৭ অজর্ন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভারের নির্বাহী কমিটির সহ-সভাপতি। দীর্ঘ ১২ বছর যাবত দিনাজপুর জেলা আইন শৃংখলা কমিটির সদস্য, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সহ মরিচা হাইস্কুল ও দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার উদ্যক্তা এবং আজীবন দাতা সদস্য ছিলেন।

বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম কাবিরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরী। বিদায় বেলায় তিনি অভিমত ব্যক্ত করে বলেন কলেজটির যা কিছু উন্নয়ন এলাকার সন্তান হিসেবে আমি আমার দায়িত্ববোধ থেকে ভাল করার চেষ্টা করেছি। আগামীতে যারা কলেজ পরিচালনা করবে, তারা যেন উন্নয়নের এই ধারা অব্যাহত রাখেন এবং কলেজটির পড়া লেখার মান আরো উন্নত করেন। বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা জানান আমরা অধ্যক্ষ মহোদয়কে শিক্ষক পরিষদের পক্ষ হতে সামাজিক দূরত্ব বজায় রেখে বিদায় অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু অধ্যক্ষ মহোদয় সকলের নিরাপত্তার কথা বিবেচনা করে বিদায় অনুষ্ঠানটিকে নিরুৎসাহিত করা হয়েছে। তবে পরিস্থিতি উন্নতি হলে সুবিধামত সময়ে আয়োজন করা যেতে পারে।
উল্লেখ্য যে, বীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন অত্র কলেজের প্রাণী বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মকবুল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here