বীরগঞ্জ (দিনাজপুর) থেকে শাহিনুর ইসলাম।। দিনাজপুরের বীরগঞ্জে ২৭ আগষ্ট সকালে নতুন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে উপজেলার সরকারী দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ডালিম সরকার, পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাধারন সম্পাদক মোঃ নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মঈন উদ্দিন আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, বীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাবুবর রহমান
আংগুর, অধ্যক্ষ রফিকুল ইসলাম আসলাম, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অনিতা রানী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রবীন্দ্র নাথ গোবিন বর্ম্মন, বিশিষ্ট ব্যাবসায়ী ইয়াকুব আলী বাবুলসহ উপজেলা সরকারী দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সভায় বক্তাগন সাবেক ইউএনও মোঃ ইয়ামিন হোসেনের কঠোর সমালোচনা ও দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। একই সাথে নতুন ইউএনও’র নুরানী চেহেরা ও প্রিয় নবীর লেবাসধারী ব্যাক্তিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং দুর্নীতির উর্দ্ধে অবস্থান গ্রহনের আহবান জানান বক্তাগণ। অনুষ্ঠান পরিচালনা করেন জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ রমিজ উদ্দিন।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় অথচ সরকারী দলের নেতাকর্মীরা অভিযোগ করেন সরকারী উন্নয়ন কর্মকান্ডে সকল পর্যায়ের নেতা কর্মীরা বঞ্চিত হচ্ছে তাদের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করা হয় না বিষয়টি নজরে রাখার আহবান জানান।
নতুন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের সমাপনী বক্তব্যে বলেন, বীরগঞ্জ উপজেলায় যতদিন থাকবো, সাধারন মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই। তিনি বর্তমান সরকারের সার্ব্বিক উন্নয়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।