বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারে সাংবাদিকবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত।।

0
5297

বীরগঞ্জ (দিনাজপুর) থেকে শাহিনুর ইসলাম।। দিনাজপুর জেলাধীন ৩ উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার কর্তৃপক্ষের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারি২০২১ইং তারিখ রবিবার বিকাল ২-৩০ ঘটিকায় বীরগঞ্জ, কাহারোল ও খানসামা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে আলোচনা সভার আয়োজন করেন বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার এর পরিচালক ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ডি সি রায়।

আলোচনা সভায় ডা. ডি সি রায় বলেন, অর্থনৈতিকভাবে অস্বচ্ছল, অসহায় ও পিছিয়ে পড়া ডায়াবেটিস আক্রান্ত ব্যাক্তিদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বীরগঞ্জ, কাহারোল, খানসামা ও আশপাশের অঞ্চলে ডায়াবেটিস রোগীদের কথা চিন্তা করে বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারটি চালু করা হয়েছে।

এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে ব্যাপক প্রচারণার জন্য ডায়াবেটিস সমন্ধে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং নিয়মিত ভাবে ডায়াবেটিস পরীক্ষা করাসহ সাদা বিষ হিসেবে লবন, চিনি ও ভাত পরিমান অনুযায়ী খাওয়া এবং খাবার গ্রহণের পূর্বে সালাদ, ডাল,সব্জি ও পানি খাওয়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করার পরামর্শ প্রদান করেন।