বীরগঞ্জে পিকআপের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত।।

0
698

Hello24news : দিনাজপুরের বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় গিয়াসউদ্দিন নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের গোলাপগঞ্জ -লাটেরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন (৬৫) উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য নিজামুদ্দিন জানান,রবিবার দুপুরে বানিয়াপড়া জামে মসজিদ যোহরের নামাজ পড়ানোর উদ্দেশ্যে ইমাম গিয়াস উদ্দিন বাইসাইকেল যোগে বাড়ি থেকে মসজিদে রওনা হন। চিলকুড়া আঞ্চলিক সড়কে পৌছালে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এঘটনায় এলাকাবাসীরা পিকআপ ভ্যানটিকে আটক করে।
স্থানীয়রা ইমাম সাহেবকে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ এবং পিকআপ ভ্যানটিকে উদ্ধার করেছে।
এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পিকআপসহ ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here