বীরগঞ্জের পাল্টাপুরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই ভাইয়ের মৃত্যু।।

0
2402

হ্যালো 24 নিউজ।। গত ২৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাত ঘটিকার সময় বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিখিল পালের বাসায় বেলুনে গ্যাস ঢুকানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিখিল পালের ছেলে সিমান্ত পাল(১৭) ও নিখিল পালের ভাই প্রতাব চন্দ্র পালের ছেলে প্রসেনজিৎ পাল আহত হোন। গুরুতর অবস্থায় তাদের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন। নিহত প্রসেনজিৎ পাল ভাতগাঁও শিক্ষা নিকেতনের দশম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী। ঘটনা সূত্রে জানা যায় যে, সীমান্ত (১৭)পালের বাবা নিখিল পাল গ্যাস বেলুন এর ব্যবসা করতো। নিখিলপাল বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এসব গ্যাস বেলুন বিক্রি করতো। একজন এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায় যে নিখিল পাল বেশ কিছুদিন থেকে অসুস্থ থাকায় তার ছেলে সীমান্ত পাল এসব গ্যাস বেলুন বিক্রি করতো এবং তা দিয়েই তাদের সংসার চলতো। অদ্য সন্ধ্যা সাড়ে সাতটার সময় প্রসেনজিৎ পাল (১২) ও নিখিল (১৭) পাল দুইজনে মিলে বেলুনে গ্যাস দিচ্ছিল বাড়ির উঠানে বসে। হঠাৎ করেই কোন কিছু বুঝে ওঠার আগেই গ্যাসের সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে যার ফলে গ্যাসের তেজস্ক্রিয়ায় পুড়ে ছিন্নভিন্ন হয়ে যায় প্রসেনজিৎ চন্দ্র পাল (১২) ও সীমান্ত চন্দ্র পালের দেহের বিভিন্ন অংশ। স্থানীয়দের সহযোগীতা দ্রুত এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here