হ্যালো 24 নিউজ।। দিনাজপুরের বীরগঞ্জ প্রসাদপাড়া মৌজা ঝাড়বাড়ি হাট এলাকায় দেবীগঞ্জ গামী পাকা রাস্তার সাথে ৪৩ ও ৪৪ দাগে ৮ শতাংশ জমির ক্রয় সুত্রে ভোগ দখলিকার মালিক মৃত আব্বাস আলীর ২ পুত্র আব্দুল আজিজ মাষ্টারসহ ছোট ভাই ইব্রাহিম খলিল। কিন্তু প্রসাদপাড়ার জাকির উদ্দিনের পুত্র আব্দুস সামাদ ও গড়ফতু ডাঙ্গার মৃত বাসেদ সরকারের ছেলে সিরাজুল ইসলাম মাষ্টার অন্যান্য কতিপয় দু’একজন কুচক্রী ভুমিদস্যু ব্যক্তির সহায়তায় আমাদের
জমির উপরিস্থিত ৪০/৪৫টি গাছসহ একাংশ সাড়ে ৩ শতক জমি এবং অন্যান্য স্থাবর-অস্থাবর মুল্যবান সম্পদ জবর দখলের চেষ্টা চালাচ্ছে মর্মে আজিজ মাষ্টার বাদি হয়ে সহকরী জজ আদালতে ৬৩/২২ অন্য মামলা করেছে। উক্ত মামলায় সামাদ এবং সিরাজুল ইসলাম বিবাদি।
ইতোমধ্যে মাননীয় আদালত মামলা আমলে নিয়ে বিবাদী গনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার নোটিশ জারি করেছেন।
বাদি সাংবাদিকদের আরও জানান আমার পরিবারের লোকজনসহ আমাকে বিবাদিরা নানান প্রকার হুমকি ধামকি অব্যাহত রেখোছে। যে কোন মুহূর্তে তারা আমার প্রাননাশ করাসহ বড় রকমের ক্ষতি সাধন করতে পারে।
এ ব্যপারে অভিযুক্তদের সাথে সরজমিনে গিয়ে কথা হলে সামাদ ও সিরাজুল ইসলাম মামলা চলমান এবং নিষেধাজ্ঞা’র নোটিশ প্রাপ্ত হয়ে জবাব দাখিল করেছেন মর্মে স্বীকার করছেন। কিন্তু তাদের ঘোষনা যেকোন মুল্যে সাড়ে ৩ শতাংশ জমি তারা দখল করে নিবে এবং তারা ঐ জমির প্রকৃত মালিক বলেও তারা দাবী করেন।