বাংলাদেশ আওয়ামী লীগের বীরগঞ্জ উপজেলা শাখার ত্রি-র্বাষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্ধিতায় জাকারিয়া জাকা সভাপতি এবং ১৫৭ ভোটে নুরিয়াস সাঈদ সরকার সাধারন সম্পাদক নির্বাচিত।।

0
4343

হ্যালো 24 নিউজ।। দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের ত্রি-র্বাষিক সম্মেলন সম্পন্ন বিনা প্রতিদ্বন্ধিতায় জাকারিয়া জাকা সভাপতি নুরিয়াস সাঈদ সরকার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বীরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার (২৬জুলাই) অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার। প্রধান বক্তা ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
এর আগে সকাল ১১ টায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সম্পাদক মির্জা আশফাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, ধর্ম বিষয়ক সম্পাদক তরিকুল আলম প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সার্বিক তত্বাবধানে ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাবেক অধ্যক্ষ মো. খয়রুল ইসলাম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর। সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুল হক, আলাউদ্দিনসহ এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সকাল ১১ টায় জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়ে বেলা ৩ টায় সম্মেলনের ২য় পর্ব কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদ্বন্ধিতায় জাকারিয়া জাকা সভাপতি নির্বাচিত হন। সাধারন সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্ধির মধ্যে নুরিয়াস সাঈদ সরকার গোপন ব্যালটে ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here