বীরগঞ্জ উপজেলার জগদল বাজারে পিকআপ মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ নিহত একজন।

0
4237

হ্যালো 24 নিউজ।। ২৪ জুলাই’২০২২ বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ-কাহারোল সড়কের জগদল বাজারে পিক-আপ ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আরোহী সঞ্জয়ের পুত্র রৌশন (১৭) নিহত হয়।

মোটর বাইক চালক গোবিন্দ’র ছেলে এভারেষ্টকে গুরুত্বর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে হাসপাতালে নেয়া হয়েছে।

রৌশনের বাড়ি জগদল ও এভারেস্টের বাড়ি ডহন্ডা গ্রামে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে ঢাকা মেট্রো ন = ১৪-১৪৯১ নম্বর ঘাতক পিকআপটি আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে মর্মে নিশ্চিত করেছেন পুলিশ অফিসার মোহাম্মদ আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here