লঞ্চডুবির ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান-বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

0
4890

হ্যালো 24 নিউজ।। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। পাশাপাশি, মৃতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেয়ারও আহ্বান জানান তিনি। সোমবার ৫ এপ্রিল/২১ এক শোক বার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন।

জিএম কাদের বলেন, নৌপথে এমন মর্মান্তিক দুর্ঘটনা মেনে নেয়া যায় না। নৌপথ নিরাপদ করতে হবে। তাই, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে কার্যকর তদন্ত কমিটি গঠন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here