হ্যালো 24 নিউজ।। নীলফামারীর সৈয়দপুরের রেলওয়ে অফিসার্স কলোনিতে দুই একর জমির ওপর বিশাল বাসভবন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপারের। ওই বাসভবনে স্ত্রী-সন্তানসহ বসবাস করছেন পুলিশ সুপার (এসপি) সিদ্দিকী তাঞ্জিলুর রহমান।
ভবনের পুরো প্রাঙ্গণ জুড়ে রয়েছে মনোরম বাগান। সেখানে রয়েছে বেশকিছু লিচু ও বাহারি ফুলের গাছ। ভবনের সামনে গোলঘর, গেট, লিচু বাগান, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের সবখানে বাসা বেঁধেছে ঘুঘু পাখি।
ভবনটির ৩০টি স্থানে ঘুঘু পাখি বাসা বেঁধেছে বলে জানান এসপি সিদ্দিকী তাঞ্জিলুর রহমান। এ কারণে লিচু বাগানেও কীটনাশক স্প্রে করতে পারছেন না তিনি। পাখিগুলো যাতে স্বস্তিতে ডিম পাড়তে পারে সেজন্য বাসভবন ও এর প্রাঙ্গণ জুড়ে কড়া পাহারা বসিয়েছেন পাখিপ্রেমী এসপি।
এসপি সিদ্দিকী তাঞ্জিলুর রহমান বলেন, অভিযোগ নিয়ে আসা মানুষদের সঙ্গে গোলঘরে বসা হচ্ছে না। কেউ উচ্চস্বরে কথা বলছে না।তিনি আরো বলেন, লিচু বাগানে ফল এসেছে। এসময় কীটনাশক স্প্রে করতে হয়। কিন্তু আমি লোকদের সেটি করতেও মানা করেছি।
এসপি বলেন, পাখিদের জন্য খুব মায়া হচ্ছে। আমার বাসভবন এখন ঘুঘু পাখির অভয়ারণ্য। ওদের নিরাপত্তার জন্য আমার পরিবারের একটু সমস্যা হচ্ছে। তবে এতে আমাদের কোনো কষ্ট নেই। পাখি ও পরিবেশবাদী সংগঠন সেতু বন্ধনের সভাপতি আলমগীর বলেন, বিষয়টি আমরা জেনেছি। আমরা সার্বিকভাবে এসপি সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে এ বিষয়ে সহযোগিতা করবো।