বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি নরমাল ডেলিভারি সম্পন্ন।

0
5026

অদ্য ১১/১১/২০১৯ ইং তারিখ সোমবার অত্র বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই দিনে ০৩ (তিন) টি সুষ্ঠ নরমাল ডেলিভারী সম্পন্ন হয়।

উক্ত নবজাতক গুলোর মা-বাবা সহ সাথে উপস্থিত আত্নীয় স্বজনেকে অত্র কমপ্লেক্সের প্রসূতি ওয়ার্ডের সাথেই স্থাপনকৃত ল্যাকটেশন ম্যানজেমেন্ট সেন্টারে-
শিশু জন্মানোর ১ ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়ানো এবং ৬ মাস বয়স পর্যন্ত শিশু কে শুধু মাত্র মায়ের বুকরে দুধ খাওয়ানো। মায়ের বুকের শাল দুধ খাওয়ানোর উপকারিতা, প্রয়োজনীয়তা। এবং ৬ মাস বয়সের পরে বুকের দুধ এর পাশা-পাশি স্বাভাবিক পুষ্টি কর খাবার খাওয়ানো। এবং বিভিন্ন পুষ্টিকর ও সুসম খাবার সমন্ধে পরামর্শ প্রদান করেন-

ডাঃ সমরেশ দাস, মেডিকেল অফিসার, অত্র স্বাস্থ্য কমপ্লেক্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here