asd
Homeস্থানীয় খবরবীরগঞ্জ উপজেলায় সিনজেনটা ফাউন্ডেশন সুরক্ষা প্রকল্পের শষ্যবীমা দাবীর অর্থ বিতরণ করা হয়েছে।

বীরগঞ্জ উপজেলায় সিনজেনটা ফাউন্ডেশন সুরক্ষা প্রকল্পের শষ্যবীমা দাবীর অর্থ বিতরণ করা হয়েছে।

হ্যালো 24 নিউজ ॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সিনজেনটা ফাউন্ডেশন সুরক্ষা প্রকল্পের শষ্যবীমা দাবীর অর্থ বিতরণ করা হয়েছে।

উপজেলার মরিচা ইউনিয়নের নাগরীসাগরী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই উপজেলার ৯টি ফারমার্স হাব এর মধ্যে নাগরগঞ্জ ফারমার্স হাব এ ৪২৭ জন কৃষক-কৃষানীর মাঝে সিনজেনটা ফাউন্ডেশনের সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত জীবিকে এন্টারপ্রাইজের মাধ্যমে মোট ৩৯ হাজার ২শত ১৭ টাকার মধ্যে ১৮ হাজার ২ শত ৮০ টাকা শষ্য বীমা দাবী বিতরণ করা হয়েছে।

গত ১৩ এপ্রিল/২১ মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে শষ্য বীমা দাবীর টাকা বিতরনী অনুষ্ঠানে সাংবাদিক ছকিম উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মরিচা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনজেনটা ফাউন্ডেশন সুরক্ষা প্রজেক্ট অফিসার মোঃ রিফাত হাসান, জীবিকে এন্টারপ্রাইজের প্রতিনিধি মোঃ তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর আলম, নাগরগঞ্জ ফারমার্স হাবের উদ্যোক্তা মোঃ রশিদুল ইসলাম, মরিচা ইউপির সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ লাইলি বেগম, শষ্য বীমা দাবীর টাকা গ্রহনকারী কৃষক-কৃষাণী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগন বলেন, এই এলাকার সাধারণ কৃষক ও কৃষির উন্নতি কল্পে এবং আধুনিক বিশ্বে চলমান কৃষি সমন্ধে সঠিক ধারণা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিনজেনটা ফাউন্ডেশন সুরক্ষা প্রকল্পের আওতায় ২০১৬ সালে অত্র ইউনিয়নের সাতখামার জামে মসজিদের ছাঁদে সুইজার ল্যান্ড থেকে আনিত আবহাওয়া বার্তা পরিমাপক মেশিন স্থাপিত করা হয়।

বীরগঞ্জ উপজেলায় ২০১৭ সাল থেকে সুরক্ষা প্রকল্পের আওতায় শষ্য বীমা চালু করে পর্যায়ক্রমে জীবিকে এন্টারপ্রাইজ, ইজাব এগ্রো, ইএসডিও বীরগঞ্জ ও কবিরাজহাট শাখা হতে শষ্য বীমা দাবীর টাকা প্রদান করা হচ্ছে।গত ডিসেম্বর ২০২০ সালে নাগরগঞ্জ এলাকার ফারমার্স হাবের আলু চাষিদের শষ্য বীমা করার প্রেক্ষিতে আবহাওয়া জনিত কারণে ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীর মাঝে শষ্য বীমা দাবীর টাকা বিতরণ করা হয়েছে।

Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here