বীরগঞ্জ উপজেলায় সিংড়া জাতীয় উদ্যানে শকুনগুলো পরিচর্যা ও চিকিৎসা শেষে মুক্ত আকাশে ছেড়ে দিলো বন বিভাগ।

0
4886

হ্যালো 24 নিউজ ॥ বীরগঞ্জ উপজেলায় সিংড়া জাতীয় উদ্যানে ১৬টি শকুন উদ্ধার করে পরিচর্যা ও চিকিৎসা শেষে মুক্ত আকাশে ছেড়ে দিলো বন বিভাগ। একেএকে ১৬টি শকুন মনের আনন্দে পাখা মেলে মুক্ত আকাশে উড়ে যেতে দেখলো অতিথিসহ প্রত্যক্ষদর্শীরা।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সিংড়া জাতীয় উদ্যান ৫ মাস পরিচর্যা ও চিকিৎসা কেন্দ্রে রাখার পর গত রোববার বিকেলে ১৬টি শকুন আনুষ্ঠানিক ভাবে অবমুক্ত করা হয়েছে।

সিংড়া বন বিভাগ ও জাতীয় উদ্যান সুত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া বিপন্ন বিভিন্ন প্রজাতির শকুন আনা হয়। সেখানে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার পর ১৬ শকুনকে ছেড়ে দেওয়া হলো মুক্ত আকাশে।

শকুন অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন। বিশেষ অতিথি হিসেবে সহকারী বন সংরক্ষক শাহিন কবির, ইন্টার ন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) সহকারী প্রকল্প কর্মকর্তা সমীর সাহা, সিংড়া শালবন বিট অফিসার হরিপদ দেব নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here