হ্যালো 24 নিউজ।। এবারের মুল প্রতিপাদ্য “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ” বাস্তবায়ন করতে দিনাজপুরের বীরগঞ্জে মতবিনিময় সভার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ’২০২২-এর প্রথম দিবসের কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এসিল্যান্ড মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ওসমান গনি, কৃষি সম্প্রসারণ অফিসার মনোরঞ্জন অধিকারী।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মৎস্য চাষী এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।
বক্তাগন জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের তাৎপর্য তুলে ধরে বিশোদ আলোচনা করেন।