হ্যালো ২৪ নিউজ।। বীরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার অসহায় ভূমিহীন ৩৫০টি পরিবারে মাঝে বাড়ী ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
উপজেলা প্রশাসন সারাদেশে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায় ভূমিহীন পরিবারের মাঝে বাড়ী ও জমির দলিল হস্তান্তর কার্যক্রম বড়পর্দায় প্রদর্শনের জন্য উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপজেলার শিবরামপুর ইউনিয়নে ২৫টি, পলাশবাড়ী ইউনিয়নে ১৮টি, শতগ্রাম ইউনিয়নে ১৫টি, পাল্টাপুর ইউনিয়নে ৪০টি, সুজালপুর ইউনিয়নে ২৩টি, নিজপাড়া ইউনিয়নে ৭১টি, সাতোর ইউনিয়নে ২৫টি, ভোগনগর ইউনিয়নে ২৬টি, মোহাম্মদপুর ইউনিয়নে ৪৬টি, মোহনপুর ইউনিয়নে ২১টি ও মরিচা ইউনিয়নের ৪০টিসহ ৩৫০টি পরিবারে মাঝে বাড়ী ও জমির দলিল আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ ডালিম সরকার, পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন প্রধান, আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ নূর ইসলাম, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও মরিচা ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, সাধারন সম্পাদক ও সাতোর ইউপি চেয়ারম্যান প্রভাষক আলহাজ্ব রেজাউল করিম শেখসহ সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন সংগঠন ও পেশাজীবি গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।