বীরগঞ্জ উপজেলায় নতুন করে করোনা ভাইরাসে ১জন আক্রান্ত।

0
5067

হ্যালো 24 নিউজ ॥ বীরগঞ্জ উপজেলায় নতুন করে করোনা ভাইরাসে ১ জন আক্রান্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ মহশিন আলী জানান, ২য় ধাপে নতুন করে গত ২৮ মার্চ উপজেলার সুজালপুর ইউনিয়নে ১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই পরিবারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছে। এ ছাড়াও প্রথম ধাপে উপজেলার শিবরামপুর ইউনিয়নে-১জন, পলাশবাড়ী ইউনিয়নে-২জন, শতগ্রাম ইউনিয়নে-২জন, পাল্টাপুর ইউনিয়নে-১০ জন, সুজালপুর ইউনিয়নে- নতুনসহ ১১৪ জন, নিজপাড়া ইউনিয়নে-৬জন, মোহাম্মদপুর ইউনিয়নে-১জন, ভোগনগর ইউনিয়নে-১জন, সাতোর ইউনিয়নে-শুন্য জন, মোহনপুর ইউনিয়নে-৭জন ও মরিচা ইউনিয়নে-৫জন সহ ৫০৯ জনের স্যাম্পল সংগ্রহ করা হলে ১৫০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছিল। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সরকারের বেঁধে দেওয় ১৮টি শর্ত মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ সহ নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here