হ্যালো 24 নিউজ।। ২১ জুলাই’২০২২ ইং সকাল সাড়ে ১০ টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী অফিসার মোছাঃ জিনাত রেহানা’র সভাপতিত্বে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ে অত্র উপজেলায় বরাদ্দকৃত ২১০ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান, সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা আক্তার বৃষ্টি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন পর্যায়ক্রমে এলাকার প্রতিটি গৃহহীন ভুমিহীন পরিবারকে পুনর্বাসিত করবেন মর্মে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি বদ্ধ।