হ্যালো 24 নিউজ।। বীরগঞ্জ উপজেলা ৩ মে সকালে শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ীতে ৩মে/২১ সকালে গড়ফতু ও বলদিয়াপাড়া গ্রামের ফসলি জমি রক্ষার্থে আত্রাই নদীর পশ্চিম তীরে বাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ওই দিন গড়ফতু ও বলদিয়াপাড়া সচেতন যুব সমাজের উদ্যোগে উপজেলার আত্রাই নদীর বালুচরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শতগ্রাম ইউপি সদস্য মোঃ আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, গড়ফতু ও বলদিয়াপাড়া সচেতন যুব সমাজের সদস্য আশরাফুল ইসলাম সুজন, ঝাড়বাড়ী পরিবেশ উন্নয়ন পরিষদের আহবায়ক শেখ মোঃ জাকির হোসেন ও অন্যরা।
বক্তাগন উপজেলার শতগ্রাম ইউনিয়নের গড়ফতু ও বলদিয়াপাড়া গ্রাম রক্ষা ও ফসলি জমি রক্ষার্থে আত্রাই নদীতে বর্ষার সময় দুটি গ্রামসহ ফসলি জমি প্রতি বছর প্লাবিত হয়। এখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান। বন্যার সময় অনেক জমি বাঁচবে, ফসল নষ্ট হবে না।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের বাধ নির্মান বিষয়ে জানান, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হবে।