হ্যালো 24 নিউজ ॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার বেলা ১১টায় সাংবাদিক ঐক্য পরিষদের ডাকে জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।
বীরগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের ডাকে বিজয় চত্বর (পুরাতন শহীদ মিনার) দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে ৬ ঘন্টা আটকে রেখে হেনস্থা করা ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তারই প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তি এবং দোষী ব্যাক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।
বীরগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক প্রবীন সাংবাদিক মোঃ আবেদ আলীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ শাহিনুর ইসলাম, মোঃ মাজেদুর রহমান, মোঃ মোশারফ হোসেন, মোঃ সিদ্দিক হোসেন, রতন ঘোষ পিযুষ, মোঃ নাজমুল ইসলাম মিলন, রেজা মোঃ তৌফিক, দশরথ রায় বাবুল, ছকিমুদ্দিন, মোঃ মাহাবুবুর রহমান আংগুর, নিতাই সাহা লেলিন, উত্তম শর্মা, মোঃ তোফাজ্জল হোসেন, বিকাশ ঘোষ, রনজিৎ সরকার রাজ, মোঃ আব্দুল জলিল, কার্ত্তিক ব্যানার্জী।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম একজন আর্ন্তজাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক। স্বাস্থ্য মন্ত্রনালয়ে তাকে ৬ ঘন্টা আটকে রেখে শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে আনিত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। রোজিনা ইসলাম কে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দেয়া না হলে সারা দেশের ন্যায় বীরগঞ্জেও কঠোর অবস্থান নিবে সাংবাদিকরা। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক প্রভাষক নজরুল ইসলাম খান বুলু।