্বী্রগঞ্জ (দিনাজপুর) থেকে শাহিনুর ইসলাম।। বীরগঞ্জে ৬ নভেম্বর বিকেলে অগ্নিকান্ডে ১৩টি পরিবারের আসবাবপত্রসহ ৪০টি ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ১৩টি পরিবারের বিপরিতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫/২৬ লক্ষ টাকা বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
উপজেলার ভোগনগর ইউনিয়নের গোপালপুর বানিয়াপাড়া গ্রামের বুলেটের বাড়ী থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে মুহুর্তেই সারা মহল্লায় আগুন ছড়িয়ে পড়ে। আসপাশের গ্রামের পাড়া-মহল্লার শতশত মানুষ অগুন নেভাতে এসে ব্যার্থ হয়। সংবাদ পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে আগুণের লেলিহান শিখার অগ্নিকান্ডে নগদ টাকা, সোনা গহনা, ধান, চাউল, সরিষা, কালাই, কাপড়-চোপড়, বিছানা-বালিশ, ঘর-দরজা, খাট-পালং, টেবিল-চেয়ার, থালা-বাসন, হাড়ি-পাতিল, হাস-মুরগী, ছাগলসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ১৩টি পরিবারের প্রায় অর্ধশত মানুষ হাত-পা নিয়ে খোলা আকাশের নীচে জীবনের প্রথম রাত যাপন করছে।
সংবাদ পেয়ে বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ ডালিম সরকার, প্রকল্প বাস্তবায়ান অফিসার মোঃ সানা উল্যাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ নুর ইসলাম, ভোগনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদিউজ্জামান পান্না, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সাজেদুর রহমান, কাত্তিক চন্দ্র রায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।
বীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সানা উল্যাহ জানান, তাৎক্ষনিক ভাবে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে শুকনা খাবার ও কম্বল প্রদান করা হয়েছে। এলাকাবাসী রাত যাপনসহ রাতের খাবারের ব্যবস্থা করেছে। অপরদিকে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারের ঘরবাড়ির পুনঃ নির্মাণসহ আর্থিক সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম।