asd
Homeস্থানীয় খবরবীরগঞ্জে বাংলাদেশ ইসলামী ব্যাংক মহিলাদের মাঝে পল্লী উন্নয়ন প্রকল্পের অধীনে ২৩ কোটি...

বীরগঞ্জে বাংলাদেশ ইসলামী ব্যাংক মহিলাদের মাঝে পল্লী উন্নয়ন প্রকল্পের অধীনে ২৩ কোটি টাকা ঋণ বিতরণ।

হ্যালো 24 নিউজ ॥ বীরগঞ্জে ইসলামী ব্যাংক ২১মাসে ২ হাজার মহিলার মাঝে পল্লী উন্নয়ন প্রকল্পরে অধীন সহ ২৩ কোটি টাকা ঋণ বিতরণ করেছে।

সম্পদের উৎকর্ষ, প্রযুক্তরি সাথে, ইসলামী ব্যাংক সর্বোচ্চ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশেরে মত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটিডে, বীরগঞ্জ শাখা, দিনাজপুর এর উদ্যোগ ২০০১ মার্চ হত ১৫ই এপ্রলি, ২০২১ পর্যন্ত ৪৫ দিন ব্যাপী বিশেষে ক্যাম্পইেন চলছে।

দিনাজপুরের বীরগঞ্জ ইসলামী ব্যাংক বাংলাদশে লিমিটেড, বীরগঞ্জ শাখা প্রধান ব্যাংকের অ্যাসস্ট্যিান্ট ভাইস প্রসেডিন্টে মোঃ ইসমাইল হোসনে জানান, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদশে বিনির্মানের অংশ হিসেবে দেশের সর্বোবৃহৎ বেসরকারী ইসলামী ব্যাংক বাংলাদশে লিমিটেড দেশের আপামর জনসাধারনকে শরীয়াহ ভত্তিকি, আধুনকি প্রযুক্তি সমৃদ্ধ ও আন্তরকি প্রচেষ্টার মাধ্যম ডিজিটাল ব্যাংকিং সেবা মানুষরে দোর গোড়ায় পৌছানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ।

তিনি আরও জানান, গত ২৬ জুলাই, ২০১৮ইং শাখা উদ্ধোধনের পর ২২ (বাইশ হাজার) বিভিন্নি ধরনরে হিসাব খোলার মাধ্যমে ৪৮ (আটচল্লশি) কোটি টাকা আমানত সংগ্রহ, ৩৩ কোটি টাকা বনিয়িোগ প্রদান করা হয়। যার মধ্য অধকিাংশই এসএমই, কৃষি খাত (ফসল/শস্য ও অফসল খাত, যেমনঃ ফুল, ফলবাগান, ডেইরী পোল্ট্রি মৎস্য ইত্যাদিসহ নারী উদ্যোক্তাদরে মাঝে পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) এর মাধ্যম ২ হাজার নারীকে বিনিয়োগ প্রদান করা হয়ছেে ।

উপজেলার ১১টি ইউনয়িনে ছড়িয়ে দেওয়া হয়ছে। তাছাড়া এই শাখার অধীনে কাহারোল, দশমাইল মোড়, ঝাড়বাড়ী হাট, কবরিাজ হাট ও মাহানপুর বাজার এজেন্ট ব্যাংকিং স্থাপন সহ এটিএম এবং সিআরএম বুথ খোলার মাধ্যমে আধুনকি ব্যাংকিং সেবা মানুষরে দোর গোড়ায় পৌছে দেওয়া হয়েছে। এছাড়াও গোলাপগঞ্জ হাট এবং বলেয়া বাজারে ২টি এজেন্ট ব্যাংকিং আউটলটে স্থাপনের বিষয়টিও প্রধান কার্যালয়ের বিবেচনাধীন আছে এবং বৈদেশিক রিমেটিন্স আহরনেও শাখা অভূতপূর্ব সাফল্য অর্জন করছেে ।

এ ব্যাপারে এলাকার আপামর জনসাধারন ও সর্বস্তররে মানুষের আন্তরকিতা, ভালবাসা, সহযোগিতা ও দোয়ার বিশেষ ভূমিকা রয়েছে। আগামীতে সেবার এই সহযোগিতা ও ভালবাসা নিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে উন্নয়নের মাইল ফলকে নিয়ে যেতে পারবে বলে শাখার পক্ষ থকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। উল্লেখ্য উদ্বোধনের ৭ মাস পর এই শাখাটি লাভজনক শাখায় উন্নিত হয়েছে।

Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here