বীরগঞ্জে তাজুল উলুম এতিম খানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ে রাতের খাবার খেয়ে ৪৫ ছাত্র হাসপাতালে।

0
4969

হ্যালো 24 নিউজ।। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গতকাল বুধবার তাজুল উলুম এতিম খানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ে রাতের খাবার খেয়ে খাদ্যে বিষ-ক্রিয়ায় ৪৫ জন শিশু ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের জানান, সংবাদ পেয়ে ২৬ আগষ্ট সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী পাবনা পাড়া তাজুল উলুম এতিম খানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ে বিভিন্ন বিভাগের ছাত্ররা রাতের খাবার খেয়ে অসুস্থ হয়েছে। পুলিশকে বলা হয়েছে তারা ঘটনা তদন্ত করছে। খাদ্যে বিষ-ক্রিয়া না অন্য কিছু। গত বুধবার দিবাগত রাত ১০টার সময় তারা রাতের খাবার মুখে তিতা অনুভব ও অসুস্থ হয়। রাত ১১টার দিকে ছাত্রের মাথা ঘোরা ও বমি শুরু করলে কর্তৃপক্ষ দ্রুত শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জনকে ভর্তি করা হয়।

অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আফরোজা সুলতানা জানান, শিশুরা বর্তমানে সুস্থ আছে। এ ব্যাপারে মাদরাসার শিক্ষক মাওলানা রাকিব ও মাওলানা হাসানুজ্জামান জানান, রাতের খাবার খাওয়ার পর শিশুরা অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এ সময় মাদরাসার রান্নাঘরের সামনে থেকে সমিকরণ নামে একটি কীটনাশকের খালি বোতল পাওয়া যায়। সেটি চিকিৎসক দেখতে চাইলে রাতেই হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় থানার ডিউটি অফিসার আব্দুল ওয়াদুদ জানান, মাদরাসার শিক্ষকেরা এসে জিডি করেছে তাতে স্বাক্ষর করেছেন মাওঃ আব্দুল রাকিব। জিডি ও ঘটনা তদন্ত করার জন্য এসআই রেজাউল ইসলাম ঘটনাস্থলে গিয়েছেন বলে সত্যতা নিশ্চিত করেন। তদন্তকারী অফিসার এসআই রেজাউল ইসলাম জানান, ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। বিকেল ৩টায় হাসপাতালে একজন ছাত্র ব্যাতিত অন্যরা সুস্থ্য হয়ে মাদরাসায় ফিরে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here