হ্যালো 24 নিউজ।। বীরগঞ্জ উপজেলায় খালুর বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোছাঃ সুমাইয়া আকতার (১০) এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সুমাইয়া আকতার বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মোঃ সুজাউর কবির সুজার কন্যা এবং ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী।১১জুন/২১ শুক্রবার বিকেল ৩টায় ঢেপা নদীর সাদুল্ল্যাপাড়া ঘাটে এদূর্ঘটনা ঘটে। অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ইদ্রিস আলী জানান, শুক্রবার সকালে পরিবারের সঙ্গে পাল্টাপুর ইউনিয়নের সাদুল্ল্যাপাড়া গ্রামে খালু জাহেরুল ইসলামের বাসায় বেড়াতে আসে সুমাইয়া। দুপুরে তিন শিশুসহ বাড়ির পাশে ঢেপা নদীতে গোসল করতে নামলে সুমাইয়া গোসলের এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা নদীতে অনুসন্ধান করে অনেক খোঁজাখুজির পর সুমাইয়ার লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। লাশ উদ্ধারের পর জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে। মেধাবী শিক্ষার্থীর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।