হ্যালো 24 নিউজ।। আগামী ২৬ জুলাই’২০২২ ইং বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ উপজেলা শাখা’র ত্রিবার্ষিক সম্মেলন। সকল প্রস্তুতি সম্পন্ন।
শেষ সময় পর্যন্ত সভাপতি পদে বর্তমান সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ এবং জমা করেছেন। এখন পর্যন্ত সভাপতি পদে দ্বিতীয় কেউ প্রার্থী নেই।
সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ ও জমা করেছেন ভারঃ সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ সদস্য নুর ইসলাম নুর, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, সাবেক সাধারণ সম্পাদক শিবলী সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল খাইর ও যুবলীগ সভাপতি নুরিয়াস সাঈদ সরকার সহ ৫ জন।
সবাই এখন বিজয়ী হতে ভোটারদের দারে দারে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন সকল প্রার্থী।
কাউন্সিলরের সংখ্যা ৪৮০ জন বলে নিশ্চিত করেছেন সম্মেলন পরিচালনা কমিটির সদস্য মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল।
বিজয় চুড়ান্ত করতে ব্যপক প্রচারোভিযান চালাচ্ছেন সাবেক ছাত্রনেতা, সুমিষ্টভাষী, স্মার্ট, সুদর্শন যুগ্ন সম্পাদক, আসন্ন সম্মেলনে সাধারন সম্পাদক পদপ্রার্থী শামীম ফিরোজ আলম। প্রার্থী ও তার সমর্থকরা জানান আমরা সার্বক্ষণিক মাঠে আছি, শামীম ভাই ভাল মানুষ তিনি বিজয়ী হবেন।
থেমে নেই দীর্ঘদিনের পরিক্ষিত নেতা, সভাপতি ফাজিল মাদ্রাসা, সাবেক জেলা পরিষদ সদস্য, ভারঃ সাধারণ সম্পাদক, জননেতা নুর ইসলাম নুর।
প্রার্থী এবং তার বিশাল সমর্থক গোষ্ঠীর ধারনা তারা নিশ্চিত জয়ী হবেন, কেননা সভাপতি মহোদয়ের সাথে দীর্ঘদিন একসাথে রাজপথে, দুর্দিনের কান্ডারী, দলকে তারা এমনভাবে সুসংগঠিত করেছেন ফলশ্রুতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন নির্বাচিত হচ্ছেন, তাই বলাবাহুল্য যোগ্য নেতৃত্ব কে তৃনমুলে সবাই গ্রহন করবেন বলে বিশ্বাস করি। নুর ভাই পরীক্ষিত ও কর্মীবাদ্ধব, গণমানুষের নেতা।
অপরদিকে এক সময়ের প্রভাবশালী নেতৃত্ব, কৃষক লীগের সভাপতি, মুল দলের সাবেক সাধারণ সম্পাদক শিবলী সাদিক ঘুমিয়ে নেই, বাহ্যিক দৃষ্টিতে তেমন প্রচার প্রচারণা দেখা না গেলেও ভিতরে ভিতরে বাজিমাত করতে পারেন বলে প্রবীনদের ধারনা। রাজনৈতিক নানান চড়াই উথরাইয়ের পরেও খরগোশ দৌড়ের মত ফলাফল আশা করছেন তিনি ও তার সমর্থক গোষ্ঠী।
দুর্বল ভাবার সুযোগ নেই আওয়ামী যুবলীগের সভাপতি দলের নিবেদিত নেতৃত্ব নুরিয়াস সাঈদ সরকার ও তার সমর্থক গোষ্ঠীকে। যেহেতু তিনি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত হয়ে তার নির্বাচনি এলাকা নিজপাড়ায় চেয়ারম্যান পদে একাধিকবার প্রতিদ্বদ্বিতা করেছেন। দলীয় নেতাকর্মী ও কাউন্সিলরবৃন্দ সেই কথা মাথার নিয়ে তাকেই বিজয়ী করবেন বলে তারা আশাবাদী।
প্রার্থী আবুল খায়ের দীর্ঘ দিন থেকে একনিষ্ঠভাবে দলের শৃংখলা মেনে সকল কর্মসূচিতে অবদান রেখে চলেছেন। দলের সংকট মুহুর্তে সকল কর্মসূচিতে অগ্রনী ভুমিকা পালন করে আসছেন। গোটা উপজেলা ব্যাপী একজন পুরাতন নেতা, সাংগঠনিক সম্পাদক হিসেবে বহুল পরিচিত। তার ও তার সমর্থকদের দাবী তারাই বিজয়ী হবে।
আগামী ২৬ জুলাই’২২ স্মরনকালের এই জাঁকজমকপূর্ণ ত্রিবার্ষিক সম্মেলনে কে হচ্ছেন সাধারণ সম্পাদক সেটি দেখার অপেক্ষা।
(ছবিতেঃ ১ম সারি বামে নুর ইসলাম নুর ও শামীম ফিরোজ আলম। ২য় সারি বামে শিবলী সাদিক, নুরিয়াস সাঈদ ও আবুল খায়ের)