বীরগঞ্জেে ৩দিন নিখোঁজ থাকার পর ল্যাট্রিনের সেফটি টেংকি থেকে শিশু নুসরাতের লাশ উদ্ধার।

0
5025

হ্যালো 24 নিউজ।। দিনাজপুরের বীরগঞ্জে ৩দিন নিখোঁজ থাকার পর ল্যাট্রিনের সেফটি টেংকি থেকে শিশু নুসরাতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে ও হত্যার সাথে জড়িত সন্দেহে চাচা-চাচীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করা হয়েছে।

উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের চকদফর গ্রামের মিলন রহমানের শিশু কন্যা নুসরাত ৩দিন নিখোঁজ থাকার পর গতকাল বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে মৃত অবস্থায় বাড়ির পার্শ্ববর্তী একটি ডাকনা লাগানো ল্যাট্রিনের সেফটি টেংকি থেকে এলাকাবাসী নুসরাতের লাশ উদ্ধার করে।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ লাশটির সুরতহাল লিপিবদ্ধ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে। মৃত শিশুকন্যা নুসরাতের চাচা আব্দুস সালাম ও চাচী মৌসুমি আক্তারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করা হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি ইউডি মামলা রের্কড ও ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে।

ময়না তদন্ত রির্পোট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে, মৃত্যু রহস্য উদঘাটনের জোর তৎপরতা চলছে। এলাকাবাসীর ধারনা শিশুটিকে হত্যা করে লাশটি গুম করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here