বীরগঞ্জের পল্লীতে টিভি বাষ্ট হয়ে অগ্নিকান্ডে বাড়ি পুড়ে ছাই।

0
4903

হ্যালো 24 নিউজ।। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের গনপৈত গ্রামের একটি বাড়িতে টিভি বাষ্ট হয়ে ভয়াবহ অগ্নিকান্ডে  ৩টি কক্ষ পুড়ে গেছে।


মঙ্গলবার ১৩ এপ্রিল/২১ আনুমানিক সকাল সাড়ে সাতটার দিকে আইয়ুব আলী(৬৫) ও মেহের আলী(৩৫) এর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। অগ্নিকান্ডটি টিভি চলতি অবস্থায় বাষ্ট হয়ে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পরিবার।

এই অগ্নিকাণ্ডে আইয়ুব আলী(৬৫), মেহের আলী (৩৫), বাবা ও ছেলের ৩টি কক্ষ পুড়ে ছাই হয়েছে। গোয়াল ঘরে থাকা ৪টি গরু আহত হয়েছে, একটি মটরসাইকেল, হাসঁ-মুরগী, বই-পুস্তক এবং বাড়িতে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে ।

জানা যায় আইয়ুব আলী(৬৫) ও মেহের আলী (৩৫)  হতদরিদ্র পরিবার, দিন আনে দিন খায়। মেহের আলী(৩৫) মুরারীপুর বাজারে কাঠ মিস্ত্রীর দোকানে কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here