asd
Homeস্থানীয় খবরবাঙালিদের-মাছ ও ভাতের চাহিদা নিশ্চিত করেছেন জননেত্রী শেখ হাসিনা-মনোরঞ্জন শীল গোপাল এমপি।

বাঙালিদের-মাছ ও ভাতের চাহিদা নিশ্চিত করেছেন জননেত্রী শেখ হাসিনা-মনোরঞ্জন শীল গোপাল এমপি।

হ্যালো 24 নিউজ ॥ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মাছে ভাতে বাঙালি-মাছ ভাত দু’টোই নিশ্চিত করেছেন জননেত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন বলেই এখন কোথাও মাছের সংকট নাই। একসময় মাছে ভাতে বাঙালির ভাতের থালা কেড়ে নেওয়া হয়েছিল এবং একসময় মাছ উৎপাদনে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল।

১৩ এপ্রিল/২১ বীরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত) এর আওতায় লিফদের মাঝে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন। এসময় ১১ জনকে ১১টি বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

এরপর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় নটি পুকুর পুন:খনন কাজের উদ্বোধন করেন এমপি গোপাল। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় জানান, ২নং পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়ায় নটি পুকুরের পুন:খনন কাজের ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৩৭ হাজার টাকা।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, জেলা পরিষদের সদস্য মোঃ আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here