বর্ধিত সভায় গনমানুষের পরীক্ষিত নেতা স্বপ্নপুরীর মালিক জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী জননেতা দেলওয়ার হোসেন।

0
4190

হ্যালো 24 নিউজ।। গত ১৬ অক্টোবর’২০২২ বিকেলে দিনাজপুরের কাহারোল উচ্চ বিদ্যালয় হল রুমে জাতীয় পার্টি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উত্তরবঙ্গ তথা দেশের নান্দনিক বিনোদন স্পট স্বপ্ন পুরীর মালিক, জাপা’র চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টি’র সভাপতি, আসন্ন দিনাজপুর জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব দেলওয়ার হোসেন।
বিশেষ অতিথি কেন্দ্রীয় জাপার ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর জেলা জাপার সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য, সহ-সভাপতি এ্যাড. নুরুল ইসলাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য, বীরগঞ্জ জাপা’র সাধারন সম্পাদক, জেলার সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ আসনে সংসদ সদস্য পদে একাধিকবারে প্রতিদ্বন্দ্বী মোঃ শাহিনুর ইসলাম। প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও খানসামা উপজেলা জাপা’র সভাপতি মোনাজাত চৌধুরী মিলন। অন্যান্যদের মধ্যে বীরগঞ্জ পৌর জাপার আহবায়ক মোশাররফ হোসেন, প্রবীন জাপা নেতা মোঃ আবেদ আলী, বীরগঞ্জ উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন জাপা সভাপতি হাবিব ঢালী, পৌর জাপার সদস্য সচিব মোঃ আব্দুল মান্নান, জাপা নেতা ইয়াছিন আলী, রাজা ও রতন।

হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মনির হোসেন খাঁন। পরিশেষে সর্বসম্মতিক্রমে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে কাহারোল উপজেলা জাপার সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সম্পাদক মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান ও আইন বিষয়ক সম্পাদক পদে অবঃ সেনা সদস্য বাবুল ইসলামের নাম ঘোষনা করেন জেলা নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here