হ্যালো 24 নিউজ।। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এ দেশের মানুষকে উন্নয়নের বাংলাদেশ উপহার দিয়েছিলেন। পল্লীবন্ধুর সেই উন্নয়নের ধারা এবং পল্লীবন্ধু এরশাদের আদর্শে সোনার বাংলা গড়তে হলে ক্ষমতার পালাবদল দরকার। শনিবার বিকালে যশোর-৪ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত সদর উপজেলার বসুন্দিয়া মোড়ে কর্মিসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ভোট দিতে গেলে মার খেতে হয়। নির্বাচনের আগের দিন ভোট হয়ে যায়। গণতন্ত্রের নামে দেশে একনায়কতন্ত্রের শাসন চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশের সব ধর্মের-বর্ণের মানুষের অধিকার নিশ্চিতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হয়নি। বঙ্গবন্ধুর সোনার বাংলা শ্মশানে পরিণত হয়েছে। তিনি বলেন আওয়ামী লীগ ও বিএনপিকে প্রত্যাখ্যান করেছে এ দেশের মানুষ। বাংলাদেশের মানুষ জাতীয় পার্টিতে আস্থা রাখছে। আগামীতে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় দেশের জনগণ। সন্ত্রাস, অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার জাতীয় পার্টি। সুযোগ দিন জাতীয় পার্টি সোনার বাংলা গড়ে দেবে।
সভায় মোবাইল ফোনে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। তারা নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে তৃণমূলে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন- জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হাসান সিরাজ সুজা ও নাজনীন সুলতানা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার।
প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহুরুল হক জহির। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ইমদাদুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মুক্তি নুরুল আমিন, নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির নেতা মনিরুজ্জামান হিরণ, বসুন্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবদুর রশিদ খান, সাধারণ সম্পাদক কেএম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাবুদ্দিন শাওন প্রমুখ।