হ্যালো 24 নিউজ।। দেখলে মনে হবে হলিউডের কোনো অ্যাকশন মুভির শুটিং। দরুন পরিকল্পনা, উচু ভবন থেকে লাফিয়ে পালানো কিংবা পালানোর আগে শারীরিকভাবে নিজেকে তৈরি করা সব কিছুই হয়েছে হলিউড স্টাইলে। সব পরিকল্পিতভাবে হলেও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালানো ফরহাদ হোসেন রুবেলের করা ছোট্ট একটা ‘ভুলের’ কারণে তা হয়ে যায় পন্ড। রুবেলের ‘সুপারম্যান স্টাইলে’ কারাগার থেকে পালিয়ে যাওয়ার আদ্যপান্ত উঠে এসেছে নিখুঁত অনুসন্ধানে। গ্রেফতারের পর রুবেলকে জিজ্ঞাসাবাদ করেছেন এমন একজন কর্মকর্তা বলেন, ‘রুবেলের কারাগার থেকে পালানোর স্টাইল হলিউড মুভিকেও হার মানিয়েছে। তার পরিকল্পনা ছিল লাফানোর পর কম আঘাত দিয়ে দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে যাওয়া। তার পরিকল্পনা বলতে গেলে সবটুকু সফল হয়েছে। কিন্তু একটা ছোট্ট ভুলের কারণে সে আটকা পড়ে যায়।’
সূত্র জানায়, রুবেলের ভুলটি ছিল কারাগার থেকে বের হয়ে একটি ফোন কল করা। সেই ফোন কলের সূত্র ধরেই পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। জানা যায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর কয়েক সপ্তাহ আগে থেকেই পরিকল্পনা করে রুবেল। এ জন্য কয়েক দিন শারীরিক কসরত করে নিজেকে তৈরি করে। ঘটনার দিন পরিকল্পনার অংশ হিসেবে সেলের দরজার পাশেই ঘুমিয়ে পড়ে সে। কারারক্ষী ইউনুস মিয়াকে ম্যানেজ করে নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট আগেই সেলের তালা খোলে। এরপর ভোর ৫টা ১৫ মিনিটে সেল থেকে বের হয়ে ভবনের নিচে নামে রুবেল। অতঃপর ফোয়ারায় মুখ ধুয়ে চলে যায় নিমার্ণাধীন ভবনের নিচে। তখন সিঁড়িরুমের দরজা বন্ধ দেখে সুপারম্যানের মতো দেয়াল বেয়ে তিনতলা পর্যন্ত ওঠে সে। এরপর সিঁড়ি দিয়ে হেঁটে পঞ্চম তলার ছাদে যায় রুবেল। পাঁচতলা ভবন থেকে লাফ দেওয়ার আগে শারীরিক কসরত করে সে। দু-একবার দৌড়ে ওয়ার্মআপ করে। প্রথম দফায় লাফ দেওয়ার চেষ্টা করলেও উচ্চতার কথা চিন্তা করে থমকে যায়। দ্বিতীয় দফায় ভোর ৫টা ২৯ মিনিটি প্রচ- বেগে দৌড় দিয়ে ৬০ ফুট উঁচু ভবন থেকে প্রায় ৩০ ফুট দূরত্বে লাফিয়ে পড়ে। লাফ দিয়ে নিচে পড়ার পর কয়েক গজ খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে অ্যাক্সিডেন্ট হয়েছে এমন অভিনয় করে এক সিএনজিচালকের সহায়তায় প্রাথমিক চিকিৎসা নিয়ে নরসিংদী পালিয়ে যায় রুবেল।