হ্যালো 24 নিউজ।। রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশের দাবি জানানো হয়েছে। গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির (জাপা) এমপিরা সংসদে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে।গোলাম মোহাম্মদ কাদের সংসদে বিরোধী দলীয় উপনেতা হিসেবে আছেন।
আজ রবিবার বিকেলে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জাতীয় পার্টির প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী সই করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
