জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে গাইলেন কাজী শুভ-উপমা

0
5116

হ্যালো 24 নিউজ।। জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। ক্যারিয়ারজুড়ে বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। অন্যদিকে অডিও-চলচ্চিত্র দুই মাধ্যমেই গান করছেন তরুণ প্রজন্মের গায়িকা শারমিন সুলতানা উপমা। এই দুজনে নতুন একটি দ্বৈত গান গাইলেন। এটি তাদের দ্বিতীয় ডুয়েট।

জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে তৈরি এ গানের শিরোনাম ‘পাগল মন’। গানটি গত ২মার্চ মঙ্গলবার মগবাজার প্রমিজ স্টুডিওতে রেকর্ড করা হয়েছে। রোমান্টিক আমেজের গানটিতে সংগীতায়োজন করেছেন রোহান রাজ।‘পাগল পাগল মন আমার / থাকে তোর পাড়ায় / পাগল বলে ডাকলে রে তুই / প্রেমেরে সুবাস ছড়ায়- কথামালাার গানটি নিয়ে কাজী শুভ বলেন, ‘জিয়াউদ্দিন আলম ভাইয়ের লেখা ও সুরে এর আগে বেশ কিছু গান করেছি। খুব ভালো কথা ও সুর তার। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আলম ভাইয়ের লেখা ও সুরে সর্বশেষে আমার প্রকাশ হয় ‘জিন্দা লাশ’। সে গানটিও শ্রোতারা ভালোই গ্রহণ করেছেন।

উনার আয়োজনে এর আগে উপমার সঙ্গেও গান করেছিলাম। বেশ ভালো ছিলো গানটি। আশা করছি নতুন গানটিও শ্রোতাদের মন ভরাবে।’ উপমা বলেন, ‘অনেকদিন পর নতুন একটি গানে কণ্ঠ দিলাম। উপভোগ্য একটি রোমান্টিক গান। শ্রোতাদের মন ছুঁতে পারলেই তৃপ্তি পাবো।’ আগামী রোজা ঈদে গানটি উপমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ প্রকাশ পাবে।

প্রসঙ্গত, গেল ভালোবাসা দিবসে ‘যদি তুমি আসো’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে উপমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here