বীরগঞ্জ (দিনাজপুর) থেকে শাহিনুর ইসলাম।। কয়েকদিনের টানা প্রবল বর্ষণ আর উজানের পানি প্রবাহের কারনে বীরগঞ্জে উপজেলায় কিছু কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে।
বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর, ২নং পলাশবাড়ী, ৩নং শতগ্রাম, ৪নং পাল্টাপুর, ৫নং সুজালপুর, ৬নং নিজপাড়া, ৭নং মোহাম্মদপুর, ৮নং ভোগনগর, ৯নং সাতোর ও ১১নং মরিচা ইউনিয়নে কয়েক দিনে অবিরাম টানা বৃষ্টিতে শত শত বাড়িতে মানুষগুলি পানি বন্দি অবস্থায় অবস্থান করছে। মাটির কাঁচা ঘরগুলি ভেঙ্গে পড়েছে। বর্তমানে বীরগঞ্জ পৌর শহেরর ৪ নং ওয়ার্ডের কুমারপাড়া ও স্লুইচগেটপাড়া, নিজপাড়া ইউনিয়নের দাসপাড়া ও পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ ও কাজল গ্রামের অনেক পরিবার এখনোও পানি বন্দী অবস্থায় রয়েছে। বীরগঞ্জ পৌরসভার আংশিক বন্যার পানিতে প্লাবিত হচ্ছে।
ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়ন অফিসার সহ বীরগঞ্জ উপজেলা প্রশাসন বন্যা কবলিত এলাকা সমুহ পরিদর্শন করেছে বলে জানা গেছে।