কাহারোলে রাজনৈতিক নেতাদের সাথে অপরাজিতদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

0
5143

হ্যালো 24 নিউজ।। দিনাজপুরের কাহারোল উপজেলায় ডেমোক্রেসি ওয়াচ কর্তৃক আয়োজিত রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় কাহারোল উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মনির হোসেন খান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা ও সিপিবি সাধারণ সম্পাদক কমরেড কামরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা ভাইস-চেয়ারম্যান মৌসুমী আক্তার এবং সভা সঞ্চালনায় ছিলেন ডেমোক্রেসি ওয়াচ, অপরাজিতা ডিপিসি কামরুজ্জামান। উপজেলার অপরাজিতা নারীরা অতীত ও বর্তমান সরকারের নারী উন্নয়নে অপরাজিতার ভূমিকা বক্তাগণ তুলে ধরেন। পাশাপাশি নারীরা তাদের বিভিন্ন সংকট মুহূর্তে তাদের করণীয়গুলো তথা বিজয় অর্জনের জীবন কাহিনীও অনেকে তুলে ধরেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here