হ্যালো 24 নিউজ।। কক্সবাজারের চকরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) টানা ৮ ঘণ্টা অভিযান চালিয়েছে। এসময় সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে নগদ ৬ লাখ ৪২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে গ্রেপ্তার করা হয় সাব-রেজিস্ট্রার মোঃ নাহিদুজ্জামান ও অফিস মোহরার দুর্জয় কান্তি পালকে। এ সময় শ্যামল বড়ুয়া নামের একজন অফিস সহকারী বাউন্ডারি টপকে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার ১ এপ্রিল/২১ সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা রুদ্ধদার অভিযান চালানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ও পলাতকসহ তিনজনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। এই তিনজনের নিয়ন্ত্রণ থেকে ঘুষের টাকাগুলো পাওয়া গেছে বলে দুদকের দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করা হয়। গ্রেপ্তার হওয়া সাব-রেজিস্ট্রার নাহিদুজ্জামান নাটোর জেলার গুরুদাশপুর থানার উত্তর নাড়ি বাড়ির, মোহরার দুর্জয় কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ও পলাতক অফিস সহকারী শ্যামল কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা।
অভিযান চালানোর একপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেনকে সাথে নিয়ে সাব-রেজিস্ট্রারের বাসাতেও তল্লাশী চালানো হয়। দুদকের অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বেশ কিছুদিন ধরে জমির দলিল সম্পাদনের সময় ঘুষের লেনদেন নিয়ে বেশকিছু অভিযোগ আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক অভিযানে নামে। সম্প্রতি রশিদ আহমদ নামের এক ব্যক্তির দলিল রেজিস্ট্রেশনের জন্য সাব-রেজিস্ট্রারের নাম ব্যবহার করে এক কর্মচারী ঘুষ দাবি করেন।
দুদক কর্মকর্তারা ভুক্তভোগী অভিযোগকারী সেবাগ্রহীতাকে সাথে নিয়ে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যান। পরে দুদক কর্মকর্তারা কার্যালয়টিতে অভিযান চালান। এ সময় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী ও অন্যান্য সহকারীর কাছ থেকে দুদকের টিম তিনটি স্থান থেকে ৬ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দুদকের অভিযান শুরু হওয়ার পর কৌশলে পালিয়ে যাওয়া শ্যামল মোটা অংকের টাকা ও বেশ কিছু কাগজপত্র সাথে নিয়ে গেছেন।
অভিযানে নেতৃত্ব দেয়া দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, চকরিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ৬ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঘুষ লেনদেন জড়িত থাকার অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতকসহ তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। সূত্র খোলা কাগজ।